ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ৪, ২০২৪ ১:১৬ পিএম

 

আব্দুস সালাম টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন তাঁর স্বামী মুহাম্মদ ইমাদ।

শুক্রবার (৩ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম মুমতাহিনা মুহনা। সে খুলনা জেলার মুহাম্মদ মোস্তফা ও মনোয়ারা বেগম দম্পতির মেয়ে।

নিহতের স্বামী ইমাদ জানান, ফ্রি ফায়ারে পরিচয় হয় খুলনার মেয়ে মুমতাহিনার সাথে, ৬ মাস আগে তাদের বিয়ে হয়।

গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঘরের দরজা বাহিরে তালা দিয়ে হ্নীলা বোনের বাড়িতে বেড়াতে যায়। বোনের বাড়িতে গিয়ে নিহত স্ত্রীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় সকালে দ্রুত ইমাদ ঘরে এসে দরজার তালা খুলে দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে নিহতের মৃতদেহ । পরে সে ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহটি নামান বলে জানায় ইমাদ।

কেন একজন মেয়েকে ঘরে তালাবদ্ধ করে রেখেছে? এর ভেতরের অনেক রহস্য থাকতে পারে বলে দাবি করেন স্থানীয়রা।

নিহতের স্বামী ও তার শাশুড়ীকে আইনশৃংখলা বাহিনী জিজ্ঞাসাবাদ করলেই মূল রহস্য বের হয়ে আসবে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য বাদশাহ মিয়া বলেন,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মৃতদেহের গলায় দাগ দেখেছি, তবে বিস্তারিত তেমন কিছু জানি না। মূল রহস্য কি সেটা প্রশাসন তদন্ত করে বের করতে পারবে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি উপ-পরিদর্শক শাহাদাত সিরাজী বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, মরদেহের সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...

কুতুবদিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

         কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের শাহরুম সিকদার পাড়ায় অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।   ...

এলাকাবাসীর বিক্ষোভ, মাদকদ্রব্য অধিদপ্তরের কার্যালয় ভাঙচুর টেকনাফে জামায়াত নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা

         কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ইয়াবা বড়ি দিয়ে ফাঁসানোর চেষ্টার পাশাপাশি সাদা পোশাকে টেকনাফ ...

টেকনাফে ১০হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

         কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে১০হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ সোহেল(২২)নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার(০৯ডিসেম্বর)বিকালে ...