ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪ ৬:১২ পিএম

 

আব্দুস সালাম টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মিয়ানমারের নৌবাহিনীর ছোড়া গুলিতে বাংলাদেশী দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার মোহা ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক(২৫) ও মাঝের পাড়া এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০)। গুলিবিদ্ধ জেলেরা সাগরে শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার ১) ছিদ্দিকৌ ট্রলার নিয়ে মাছ ধরা শেষে নাফনদী দিয়ে কুলে ফিরছিলেন।

রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে নাফনদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ জানান, সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম। এসময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমার দুইজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

মাঝি ইউসুফ আরও বলেন, আমরা নাফনদীর বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে, বাংলাদেশী পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা মানেনি।

এ বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নান বলেন,জেলেদের মাধ্যমে টেকনাফ শাহপরীরদ্বীপের নাফ নদীর নাইক্ষ্যংদিয়ার জলসীমানায় মিয়ানমারের ওপার থেকে ছোঁড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। এতে দক্ষিণ পাড়ার ফারুকের শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। গুলিবিদ্ধ আরেক জেলে ইসমাইল সামান্য আহত হয়। গুলিবিদ্ধ আহত জেলেরা টেকনাফ ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুরাইয়া ইয়াছমিন বলেন, আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত হয়। তাকে টেকনাফে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অপরজন ফারুকের শরীরো ৩টি গুলি লেগেছে। হাত ও পায়ে লাগা গুলিতে গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

  • টেকনাফে সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
  • টেকনাফ পুরান পল্লান পাড়া যুব ও মানবিক কল্যাণ কমিটি ঘোষণা করলেন ইউএনও
  • মিয়ানমারে সংঘাতের কারণে নানা ভাবে ক্ষতিগ্রস্থ বাংলাদেশ
  • ক্যাম্পের বাইরে এসে প্রশিক্ষণরত ৩২ রোহিঙ্গা আটক
  • সাগরে ৬৫ দিন মাছ আহরণ বন্ধে টেকনাফে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
  • বিজিবি’র পৃথক অভিযানে ৪ কেজি আইস উদ্ধার, আটক-১
  • টেকনাফে বিটা’র উদ্যোগে ইন্টারেক্টিভ, ক্রীড়া ইভেন্ট ও পুরষ্কার বিতরণ
  • টেকনাফ ও উখিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রগুলি নিয়ে শীর্ষ ডাকাত ও অস্ত্র ব্যবসায়ীসহ ৫জন গ্রেপ্তার
  • টেকনাফে প্রান্তিক মৎস্যজীবী পরিবারের সাথে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
  • দাখিলের ফলাফলে হযরত আয়েশা সিদ্দিকা(রা.) বালিকা দাখিল মাদ্রাসায় ভরাডুবি!
  • টেকনাফে সুপ্রীম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন প্রধান বিচারপতির

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালি ...

    টেকনাফ পুরান পল্লান পাড়া যুব ও মানবিক কল্যাণ কমিটি ঘোষণা করলেন ইউএনও

               টেকনাফ প্রতিনিধি : টেকনাফে দূর-দূরান্ত থেকে আসা উপকারভোগীদের বিশ্রামের জন্য ১০টি চেয়ার উদ্বোধন, শিক্ষার্থীদের ...

    রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধীদের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দিচ্ছে ওরা মিয়ানমারে সংঘাতের কারণে নানা ভাবে ক্ষতিগ্রস্থ বাংলাদেশ

             পলাশ বড়ুয়া ॥ পাশ্ববর্তী মিয়ানমারে চলমান সংঘাতের কারণে নানা ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশ। ওপারে অস্থিতিশীল ...

    টেকনাফে বিটা’র উদ্যোগে ইন্টারেক্টিভ, ক্রীড়া ইভেন্ট ও পুরষ্কার বিতরণ

               আবদুস সালাম,টেকনাফ (কক্সবাজার) টেকনাফ উপজেলায় বিটা’র উদ্যোগে ইন্টারেক্টিভ, প্রতিযোগিতামূলক ক্রীড়া ইভেন্ট ও পুরষ্কার বিতরণী ...

    টেকনাফ ও উখিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রগুলি নিয়ে শীর্ষ ডাকাত ও অস্ত্র ব্যবসায়ীসহ ৫জন গ্রেপ্তার

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) পুলিশ উখিয়া এবং টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি জি থ্রি ...