ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪ ২:৫৩ পিএম

প্রতিনিধি।

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মো.সুলতান (৫৫) রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নং ক্লাস্টারের প্রয়াত মো. আব্দুল আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ১১৬ নং ক্লাস্টার থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ভাসানচর থানার উপ পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, সুলতান ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নং ক্লাস্টারে বসবাস করতেন। ১১৬ নং ক্লাস্টারের খালি জায়গায় তিনি সবজি চাষ করতেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার তার ছেলে ১১৬নং ক্লাস্টারে বাবাকে সকালের নাশতা দিয়ে যান। এরপর দুপুর সোয়া ১টার দিকে একই স্থানে তার ছেলে বাবার জন্য দুপুরের ভাত নিয়ে যায়। কিন্তু তাকে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এসআই নুর হোসেন আরও বলেন, গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...