ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪ ২:১৯ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ( কক্সবাজার)
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে আরকান আর্মি (এএ) সংঘর্ষ চলমান রয়েছে। দেশটিকে পালিয়ে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি) এর আরও ১৩ জন সদস্য নাফনদীতে ঢুকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কাছে তারা আত্মসমর্পণ করেন। এ বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি জানান,গত বৃহস্পতিবার টেকনাফের নাফ নদীতে নতুন করে আরও ১৩ জন বিজিপি সদস্য বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করে।

পরবর্তীতে কোস্টগার্ড উক্ত বিজিপি সদস্যদেরকে বিজিবি’র নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর নিকট হস্তান্তর করে।বর্তমানে সর্বমোট ২৭৪ জন আশ্রয় গ্রহণ করে বাংলাদেশে অবস্থান গ্রহণ করছেন বলে তিনি জানায়।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...