ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪ ১০:৫৩ পিএম

 

শহিদুল ইসলাম।

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। প্রতিদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন যানবাহনে করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। গত কয়দিনে উখিয়ার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ১০৩ জন রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। পরে যাচাই-বাছাই করে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর করা হয়। রবিবার ও সোমবার দিনব্যাপী উখিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪৪ জন রোহিঙ্গাকে আটক করেন।

এসব রোহিঙ্গারা ক্যাম্প প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্প ছেড়ে লোকালয়ে চলে আসছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন আটককৃত রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ট্রানজিট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

#######

 

পাঠকের মতামত

সমন্বয়ক সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

         পঞ্চগড়ের সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ...

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...