ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪ ৯:০৩ পিএম

 

শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর শুক্কর (৫০), মৃত জুহুর আহমদ এর ছেলে মোহাম্মদ ছলিম(৪০), আবুল হাশেমের ছেলে ইকবাল হোসেন(৪০), নাদির হোছেনের ছেলে মোহাম্মদ রশিদ(৩৫), মৃত নুর মোহাম্মদ এর ছেলে আব্দুর শুক্কুর প্রকাশ পেঠান শরীফ (৩৫)। এরা সবাই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।সোমবার দুপুরে র‌্যাব থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৩ এপ্রিল(শনিবার)রাত দশটার সময় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব ও এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করেন।কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো বলেন গ্রেফতারকৃত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেছেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক, অপহরণ সহ একাধিক মামলা রয়েছে।
আজ(সোমবার)কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।
######

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...