টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ বার্মিজ মার্কেটের ব্যবসায়ী ও সাবেক যুবলীগ নেতা সাবের হত্যাকান্ডের ঘটনায় ১৪ জন কে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। নিহত সাবেরের ভাই মো. সাদেক বাদী হয়ে শনিবার (১৩ এপ্রিল) এ মামলাটি দায়ের করেন। টেকনাফ থানার মামলা নং-২১। এতে পৌরসভার মধ্যম জালিয়াপাড়া এলাকার নুর হোসেনের ছেলে মো. ইয়াছিনকে প্রধান আসামী করা হয়েছে। মামলায় ৯জনকে এজাহার নামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন,টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ড মধ্যম জালিয়াপাড়া এলাকার ইসমাইলের ছেলে নুর হোসেন (৬০), আব্দুল্লাহর ছেলে মোঃ সালমান (১৯), আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ (৪৩), মৃত শমসুর ছেলে সোহাগ (৩২) সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার তাহেরের ছেলে বাবলু (২৮), মধ্যম জালিয়া পাড়া এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে আবদুল জব্বার (৩৬), উত্তর জালিয়াপাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে এমরান (৩২) এবং মধ্যম জালিয়া পাড়া ফেরুজের ছেলে কেফায়েত উল্লাহ (২৬)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামী করা হয়েছে।
উল্লেখ্য,সাবেক যুবলীগ নেতা মো. সাবের (৩২) বুধবার রাত ১১টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহতের ভাই মো: সাদেক জানান, গত ২ এপ্রিল একদল সন্ত্রাসী বার্মিজ মার্কেটে সাদেকের দোকানে হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে। এরপর সে টেকনাফে চিকিৎসা গ্রহন করে পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর আগে হামলাকারীদের কয়েক জনের নাম বলে যান তিনি। এতে তিনি জানান, জালিয়াপাড়া এলাকার নুর হোসেনের ছেলে ইয়াছিনের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়।
দুই কন্যা সন্তানের জনক সাবের পৌরসভার দক্ষিণ জালিয়াপাডার মৃত মো. হাশেমের ছেলে। এ মামলায় এখনও কোন আসামী গ্রেফতার হয়নি।
পাঠকের মতামত