আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে তিনটি বস্তার ভেতর থেকে ১কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২৪৩ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড।বুধবার (১০এপ্রিল) বিকালে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে:কমান্ডার বিএন মো.সুয়াইব বিকাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,বুধবার ভোরে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক শাহপরী দ্বীপের দক্ষিণ পাড়া ঝাউবাগান এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তিনটি বস্তা পেলে পালিয়ে যায়।পরে বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ (আইস),১২৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ১১৯ ক্যান মিয়ানমার লেজার বিয়ার পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান,জব্দকৃত বিয়ার ও ক্রিস্টাল মেথ আইস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত