কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ১ ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশান কুতুবদিয়া খবর পেয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ...
শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাসহ একজনকে আটক করেছে র্যাব-১৫।আটককৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মা পাড়া গ্রামের মোঃ তৈয়বের ছেলে সৈয়দ হোছেন।
গতকাল শনিবার গভীররাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মা পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।
র্যাব জানায়, একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে সিএনজি ও ব্যাটারি চালিত অটো রিক্সা চুরি করে পাচার করে আসছিল। উদ্ধারকৃত কৃত সিএনজি ও অটো রিক্সাসহ আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
###
পাঠকের মতামত