ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪ ১১:৪৩ এএম

আব্দুস সালাম, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর গুলিতে অপর বন্ধু মোঃ জোবাইর (২৪) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।শুক্রবার(২৯মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর ইউনিয়নের নাজিরপাড়া নিজ বসতঘরের সামনে এ ঘটনা ঘটে।নিহত গুলিবিদ্ধ জোবাইর একই এলাকার মৃত আব্দুল খালেক প্রকাশ হরিংগা ছেলে।এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ ওসমান গনি।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় বাসিন্দা ফুটবল খেলোয়াড় ও দোকানদার মো: জোবাইরের একটি ছোট দোকান রয়েছে।ওই দোকান থেকে একই এলাকার বাসিন্দা বন্ধু ও ফুটবল খেলোয়াড় নাজিবুল্লাহর কাছ থেকে ৮০০ টাকা বাকি পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়।শুক্রবার সন্ধ্যায় নাজিবুল্লাহ ও তার ভাইসহ কয়েকজন মিলে জোবাইরের বসত ঘরে সে গুলি চালায়।এসময় জোবাইরের মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়।আশেপাশের লোকজন এগিয়ে এসে গুলিবিদ্ধ জোবাইরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান তিনি।
নিহতের স্বজনরা জানান,শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ইফতার শেষে নামাজ পড়তে যাওয়ার সময় বাড়িতে নাজিবুল্লাহ ও তারভাইসহ কয়েকজন এসে হঠাৎ গুলি চালায়।এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় জোবাইর।পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম নেওয়ার পথে আমিরাবাদ এলাকায় পৌঁছালে তিনি মারা যান।এ মৃত্যুর খবর যেন আমরা মেনে নিতেই পারছি না।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন,মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

সমন্বয়ক সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

         পঞ্চগড়ের সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ...

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...