ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪ ৪:২২ এএম

 

বার্তা পরিবেশক:
জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও কারানির্যাতিত নেতাকর্মী এবং বিএনপির আন্দোলনে নিহত শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে টেকনাফ উপজেলা যুবদলের সদস্য, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলমকে তুলে নিয়ে গেছে সাদা সাদাপোশাকদারী আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা।
শুক্রবার বিকাল ইফতার শেষে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর থেকে তাকে তুলে নিয়ে যায়। প্রকাশ্যে তাকে তুলে নিয়ে যায় একদল সাদা পোশাকধারীরা।
শাহ আলম রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মামলার আসামী হলেও জামিনে রয়েছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

ইফতার মাহফিলে যোগদানে গিয়ে শাহ আলমকে গ্রেফতারে নিন্দা জানিয়েছেন জেলা বিএনপি।
নিন্দা জানিয়ে এক বিবৃতিতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না বলেন, এই অবৈধ সরকার দেশের মানুষের উপর সীমাহীন জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্যাতনে৷ স্টিমরোলার চালাচ্ছে। ইফতার মাহফিলের মতো প্রোগ্রাম থেকে একজন নির্যাতিত শাহ আলমকে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া মানবতার চরম লঙ্ঘন। ইতিমধ্যে গণতন্ত্র পুন: উদ্ধারের সংগ্রামে শাহ আলমের দুই ভাই শাহ জালাল ও ছৈয়দুল আমিন শহীদ হয়েছেন। আমরা শহীদ পরিবারের সদস্য শাহ আলমকে অন্যায়ভাবে গ্রেফতার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে তাকে নিশঃর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

কক্সবাজার জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এড হাসান সিদ্দিকী প্রেরিত বার্তায় জানানো হয়েছে।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...