ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪ ১১:৩১ পিএম

প্রতিনিধি কুতুবদিয়া।

সাগরে ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজারের কুতুব‌দিয়া চ্যানেল থে‌কে ৪ জলদস্যুকে আটক ক‌রে‌ছে ‌কোস্ট গার্ড।সোমবার (২৫ মার্চ) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি টহলদল ডাকাতির প্রস্তু‌তির খবর পেয়ে কোস্ট গার্ড জাহাজ ও বিসিজি স্টেশন একত্রে বড়ঘোপ পশ্চিম সমুদ্র সৈকত এলাকায় রবিবার দিবাগত রাত ৪টার দি‌কে সন্দেহজনক একটি বোটে অভিযান পরিচালনা করে।

এসময় বোটটি তল্লাশি করে ১টি দেশীয় অস্ত্র (পিস্তল), ২ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ২টি হাতুড়ি, ১টি সাবল, ১টি হুক, ৫ টি মোবাইল ফোন ও ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করে।ওই সময় চট্টগ্রামের বাঁশখালী এলাকার মো. ইকবাল হোসেন (২০) এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. নয়ন (১৮), মো. হেফাজ (২৩), মো. আশেককে (১৬) আটক করা হয়।

আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় মামলাসহ হস্তান্তর ক‌রেন কন্টিনজেন্ট কমান্ডার ম‌হিউ‌দ্দিন।

কুতুবদিয়া থানার ও‌সি (তদন্ত) কানন সরকার হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ জলদস্যুর বিরুদ্ধে থানায় আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। আটককৃত জলদস্যুদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...