ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪ ১০:৫৮ পিএম

 

টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে যুবক-যুবতীদের নেতৃত্বে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারকে প্লাস্টিক ও পলিথিন মুক্ত করার লক্ষে প্রচারণা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে মঙ্গলবার (১৯ মার্চ) টেকনাফ সাবরাং ইউনিয়নের আলহাজ্ব নবী হোসেন উচ্চ বিদ্যালয়ে এক্টিভিস্টা টেকনাফের আয়োজনে এ্যাকশনএইড বাংলাদেশ ও শেড এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। শেড এফোরটি প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী বদিউল আলমের সভাপতিত্বে শেড প্রোগ্রাম অফিসার তাসলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এ্যাকশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার আরিফ ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর সোহরাব হোসেন, সাবরাং ইউপি সদস্য আবুল ফয়েজ, এ্যাকশনএইড বাংলাদেশের কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান, এ্যাকশনএইড বাংলাদেশের কো-অর্ডিনেটর লিজা।

বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, নয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, নয়াপাড়া বাজার কমিটির সদস্য ছৈয়দ আলম, এ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর শাহরিয়ার মাহবুব ধ্রুব।

এ্যাকশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার আরিফ ছিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে বলেন, পলিথিনের ব্যবহার অত্যন্ত ক্ষতিকর। তাই পলিথিনের ব্যবহার কমাতে হবে। নিজে সচেতন হয়ে অপরকে সচেতন করতে হবে। তাহলে পলিথিনের অবাধে ব্যবহার রোধ করা যাবে।
পাশাপাশি নয়াপাড়া বাজারকে প্লাস্টিক ও পলিথিন মুক্ত করতে হলে অত্র বাজারের ব্যবসায়ীদেরকেই প্রথমে উদ্যোগ নিতে হবে। এমনকি তা নিজেদের প্রয়োজনেই করতে হবে। উপকূলীয় অঞ্চল হিসেবে টেকনাফের পরিবেশকে রক্ষা করতে এর কোন বিকল্প নেই বলে তিনি জানান।

পাঠকের মতামত

শাহপরীরদ্বীপে বসত ঘর তল্লাশী করে দেড় লক্ষ ইয়াবা উদ্ধার, আটক-১

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে দেড় লক্ষ ...