ইয়াবা সম্রাট বদির আরেক সহযোগী সি-লাইন বাদশা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক। উখিয়া-টেকনাফের সাবেক এমপি ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির অন্যতম সহযোগী, ভূমিখেকো ও পরিবহন ...
প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার মোছারখোলা খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে বালি ভর্তি ডাম্পার গাড়ী জব্দ করেছে বন বিভাগ। এসময় কাউকে আটক করতে পারেনি।মঙ্গলবার(১৯ মার্চ)ভোর রাতে এ অভিযান চালানো হয়। এসময় মোছারখোলা বিট কর্মকর্তা বেলাল হোসেন, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, দোছড়ি বিট কর্মকর্তা মো: সাজ্জাদুজ্জামান সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী গ্রামের বাদশাহ মিয়ার ছেলে শাহজাহান।জব্দকৃত গাড়ীটি মালিক শাহজাহান।
এ ব্যাপারে উখিয়ার মোছারখোলা বিট কর্মকর্তা বেলাল হোসেন সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
###
পাঠকের মতামত