ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪ ৬:৫০ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) :
কক্সবাজার টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোক্তার আহমদ (৫০) নামের এক সবজি বিক্রেতাকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে বাদশাহ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে আহত মোক্তার আহমদকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত আজিজুর রহমান প্রকাশ বাদশাহ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মৃত মৌলভী রশিদ আহাম্মদের ছেলে।

রবিবার (১৭মার্চ) ভোররাতে আহত মোক্তার
অচেতন হয়ে পড়লে তাকে স্থানীয় এমএসএফ (MSF) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন,টেকনাফ হোয়াইক্যং ইউপিস্থ ৩নং ওয়ার্ডের উনচিপ্রাং বাজারের জাহাঙ্গীরের দোকানের সামনে মোক্তার আহাম্মদ সবজি বিক্রি করতে বসেন। ওই সময়ে জনৈক আজিজুর রহমান প্রকাশ বাদশা সবজি কিনতে আসলে সবজি ক্রয়-বিক্রয় নিয়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডা হয়। ঝগড়ার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয় এবং আজিজুর রহমান বাদশা মোক্তার আহাম্মদকে একটি থাপ্পর দেন। পরবর্তীতে মৃত মোক্তার আহাম্মদ বাজারের দিলদারের দোকানে ইফতার করেন এবং বিভিন্ন জনের কাছে বিচার দিয়ে বাজারেই অবস্থান করেন। পরবর্তীতে রাত অনুমান ৯ টার দিকে তাকে বাজারের দোকানের সামনে শুয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। পরবর্তীতে তিনি অচেতন হয়ে পড়লে ভোররাতে তাকে স্থানীয় এমএসএফ (MSF) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ঘটনার বিষয়ে পুলিশ কাজ করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নিহত মোক্তার আহমদের পরিবার সূত্রে জানা যায়,অভিযুক্ত আজিজুর রহমান প্রকাশ বাদশাহ নিহত মোক্তারের কাছে বাকিতে সবজি নিতে চাইলে মোক্তার অনিহা প্রকাশ করায় তাদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে বাদশাহ মোক্তারকে মারধর করে রাস্তায় ফেলে রাখে।

নিহত মোক্তারের ছেলে মুহাম্মদ মোস্তফা বলেন, আমার বাবাকে ব্যাপক মারধর করেছে। মারধরের কারণে রক্ত বমি করেছে। এক পর্যায়ে মরে যাব মরে যাব বলে চিৎকার করে পানি চাইলেও আমার বাবাকে একটু পানি দেয়নি। আমি বাবা হত্যার বিচার চাই।

পাঠকের মতামত

সমন্বয়ক সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

         পঞ্চগড়ের সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ...

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...