ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪ ১০:২২ পিএম

 

আব্দুস সালাম টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দোকানের মালিক রোহিঙ্গা আমির হাকিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত টেকনাফের নয়াপাড়া মৌচনী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান মালিক নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের মনু মিয়ার ছেলে আমির হাকিম (৪২)।

এ বিষয়ে টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বলেন, ‘রাতে হঠাৎ করে ক্যাম্পে হাকিমের চায়ের দোকানে আগুন লাগে। পরে আাশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোকানের মালিক আমির হাকিম গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে যাওয়া হয়।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার ইরফান ইউছুফ বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে আহত অবস্থায় এক রোহিঙ্গাকে নিয়ে আসেন। তার মাথায় মারাত্মক আঘাতের কারণে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...