ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪ ৬:২৭ পিএম

 

আব্দুস সালাম টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের মগপাড়া এলাকায় ছনের ঝুপড়ি ঘরে লাগা আগুনে অগ্নিদগ্ধ হয়ে কেয়ারটেকার আবুল হোসেন (৭২) নামের এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তি আব্দুস সালামের পুত্র এবং পুরাতন রোহিঙ্গাআনুমানিক ২০/২৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আগমন করে জানা যায়।

সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মগপাড়া এলাকায় সালামত উল্লাহ বাড়ির কেয়ারটেকার ছনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় এবং বৃদ্ধ কেয়ারটেকার ছনের ঘর থেকে বের হতে না পাড়ায় ঘরের ভিতরে আগুন পুড়ে মারা যায় বলে জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়স্ক কেয়ারটেকার বিড়ির বা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, ‘নিহত আবুল হোসেন রোহিঙ্গা। ফায়ার সার্ভিস আসার আগেই মৃত্যু হয় তার। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...