ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪ ৮:০৭ এএম

 

কক্সবাজার প্রতিনিধি :

মানবাধিকার সংগঠনের নামে ভুঁইফোড় কেউ কার্ড দেখিয়ে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

তিনি সোমবার (৪ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যগণ ও জেলার সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

পাশাপাশি মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কিছু ঘটলে সবাইকে যার যার অবস্থান থেকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা , জাতীয় মানবাধিকার কমিশনের সচিব সেবাষ্টিন মারমা সহ কক্সবাজার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...