ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ৩, ২০২৪ ৭:৫৩ পিএম

শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র এক সদস্যকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)।এসময় ১টি দেশীয় তৈরি বন্দুক ও ১টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত হলো উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা সাবের আহমদের ছেলে সৈয়দ হোসেন (৩২)।

রবিবার(৩ মার্চ) ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লক এবং ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী পাহাড়ের জনৈক নুর আলমের টং দোকানের সামনে রাস্তায় এ অভিযান চালানো হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) সহ অধিনায়ক ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সত্যতা নিশ্চিত করেন বলেন, রোববার ভোরে উখিয়ার ১৭ নম্বর তিনি রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লক এবং ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী পাহাড়ে জনৈক নুর আলমের টং দোকানের সামনে রাস্তায় কতিপয় সশস্ত্র লোকজন অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।
#####

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...