ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ৩, ২০২৪ ৪:৪৯ পিএম

 

আব্দুস সালাম টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের মেরিনড্রাইভ সড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে মারাত্মকভাবে ৪ জন আহত হয়েছেন।
রবিবার(৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ বড়ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
হায়েস মাইক্রোবাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রীবাহী ৫টি মাইক্রোবাস কনের জন্য টেকনাফ যাচ্ছিলেন। তারা দুটো মাইক্রোবাস প্রতিযোগিতা করতে গিয়ে বড়ডেইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় কবলিত হয়ে দুমড়েমুচড়ে যায় মাইক্রো বাসটি। এতে চালকসহ ১৩ জন বরযাত্রী ছিল। তারা সবাই আহত হলেও চালক সাহাব উদ্দিন (৩৮) সহ ৪ জন মারাত্মকভাবে আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দের পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান জানান, বিষয়টি আপনার থেকে শুনলাম, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...