ডেস্ক নিউজ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৮:২৩ পিএম

শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ার হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পের আবদুর রহমান প্রকাশ নবী হোসেন (৪০) নামে এক আরসার সদস্য চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।সে উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা গুরা মিয়ার ছেলে।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী)রাত সাড়ে ১১টার সময় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।নিহতদের লাশ বর্তমানে উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে রাখা হয়েছে।
শুক্রবার বিকালে উখিয়া থানার একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন।

জানা যায়,বিগত এক বছর আগে ক্যাম্প থেকে মিয়ানমারের চলে যায়।মাঝেমধ্যে ক্যাম্পে আসত।
সীমান্তে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধ ও রাষ্ট্রীয় গোয়েন্দা ডিজিএফআই কর্মকর্তা নিহত মামলার অন্যতম আসামী।দীর্ঘদিন ধরে পলাতক ছিল।সম্প্রতি মিয়ানমার সামরিক জান্তা বাহিনী ও আরাকান আর্মি মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।এ সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় মিয়ানমার থেকে এসে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন গুলিবিদ্ধ এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।নিহতদের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

###

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...