ডেস্ক নিউজ
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৯:৫৭ পিএম

শহিদুল ইসলাম।

কক্সবাজার উখিয়া পালংখালী সীমান্ত দিয়ে অস্ত্র নিয়ে অনুপ্রবেশ করা ২৩ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আজ(শনিবার)সকালে কক্সবাজার জেল হাজতে পাঠানো হবে।বর্তমানে উখিয়া থানা হেফাজতে রয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিজিবি বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৩ রোহিঙ্গার বিরুদ্ধে বিজিবির এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছে।তবে মামলার নাম্বার জানাতে পারেনি।

উল্লেখ্য : মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উখিয়ার পুটিবনিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর ২৩ সদস্যকে অস্ত্রসহ আটক করে স্থানীয়রা।এসময় তাদের কাছ থেকে ৩টি এস এমজি,১টি শুটার গান,২টি মর্টার শেল,৮টি ম্যাগজিন ও ২৫৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।পরে তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...

কুতুবদিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

         কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের শাহরুম সিকদার পাড়ায় অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।   ...