উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...
আব্দুস সালাম টেকনাফ (কক্সবাজার)
সীমান্তে অস্থির পরিস্থিতির কারণে কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ বিষয়টি জানিয়েছেন।
ইউএনও বলেন, আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে নিরাপত্তাজনিত কারণে টেকনাফ হতে সেন্টমার্টিনগামী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। সকল জাহাজ শুক্রবার পর্যন্ত চলাচল করবে।
তিনি আরো বলেন, পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে অবগত করা হবে। তবে চট্টগ্রাম ও কক্সবাজার হতে চলাচলকারী জাহাজ চলাচল অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।
পাঠকের মতামত