৬ রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ আটক

বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় নেয় ১১১জন বিজিপি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১২:৫৩ পিএম

৬ রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ আটক

শহীদুল ইসলাম, সীমান্ত থেকে…
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী রহমতের বিল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে ১১১জন মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি। বর্তমানে উখিয়ার রহমতের বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজিবির হেফাজতে রয়েছে। উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল, ধামনখালী, আন্জুমান পাড়া সীমান্তের ওপারে মিয়ানমারের ঢেকিবুনিয়া ব্যাপক সংঘর্ষ চলছে। শত শত রাউন্ড গুলি-ভারী মর্টারশেলের বিকট শব্দ কেঁপে উঠছে উখিয়ার সীমান্ত। মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় সীমান্ত এলাকা থেকে আল-ইয়াকিনের সদস্য সন্দেহে ৬ জনকে অস্ত্রসহ জনকে অস্ত্রসহ আটক করেছেন স্থানীয় জনতা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজ জিম্মায় আটককৃত সন্ত্রাসী ও অস্ত্র নিয়েছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সোপর্দ করবেন বলে জানিয়েছেন। আটককৃতদের কাছ থেকে তিনটি অস্ত্র, দুটি গ্রেনেড, একটি মর্টার শেল ও কিচজু বুলেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পালনংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত হলো আব্দুল্লা (১৮), আবু সালাম (৩১), মো. রফিক (২৪), শফিক আলম (২১), শমাসু (২৭), হাফেজ ফারুক (১৮)। তারা নিজেদের উখিয়ার কুতুপালং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

পালংখালী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, “তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র নিয়ে সীমান্তে পারাপার করছেন। তারা ক্যাম্প থেকে মিয়ানমারের দিকে গুলি ছুড়ছেন। তাদের স্থানীয় জনতা আটক করেছে। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। সবকিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সোপর্দ করা হবে।”

পালংখালী ইউনিয়নের পরিষদের সদস্য মিজবাহ উদ্দিন সেলিম, রোহিঙ্গা সন্ত্রাসীরা আমাদের সাধারণ মানুষের প্রতি গুলি ছুড়েছে। তারা এই পথ ক্লিয়ার করতে পারলে রোহিঙ্গা ক্যাম্প থেকে যুদ্ধের যোগ দিতে পারবে। এজন্য আমরা জনতা ধরেছে।”

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ ৬ রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ আটক

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...