ডেস্ক নিউজ
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৮:৪৬ পিএম

ডেস্ক রিপোর্ট

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্তে বিরতীহীনভাবে ভেসে আসছে ভারী গোলার শব্দ। এতে আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে।

এদিকে বিদ্রোহীদের অস্ত্রের মুখে ঠিকতে না পেরে আরো ১১ জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ দিয়ে মোট বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যের সংখ্যা ১০৬ জন।

এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সাথে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সংঘাতে পালিয়ে আসে ৯৫ জন।সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পালিয়ে আশ্রয় নেওয়া বিজিপির সদস্য সংখ্যা জানানো হয়েছিল ৬৮ জন। সোমবার সকালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৫ জনে।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...