ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ২৯, ২০২৪ ৮:০৩ পিএম

শহিদুল ইসলাম.
কক্সবাজারের উখিয়ায় অতিথি পাখি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।এসময় কাউকে আটক করতে পারেনি।তবে উদ্ধারকৃত পাখি গুলো উপজেলা পুকুরে অবমুক্ত করা হয়।সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদের নেতৃত্বে উখিয়া বাজারে এ অভিযান পরিচালনা করে অতিথি পাখি (বালি হাঁস) উদ্ধার করা হয়।এ সময় দোছড়ি বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান, উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি ও ওয়ালা পালং বিটের আরাফাত মাহমুদ সহ বন কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া সহ বিভিন্ন জলাশয়ে শীতের মৌসুমে খাদ্য গ্রহণ করতে আসা অতিথি পাখিদেরকে ফাঁদ বসিয়ে শিকার করে আসছিল সংঘবদ্ধ চক্র। শিকারিরা ওই সব অতিথি পাখি ধরে বাজারে প্রকাশ্য বিক্রি করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে শিকারির কবল থেকে অতিথি পাখি উদ্ধার করা হয়েছে।পরিবেশ সংরক্ষণ আইনে অতিথি পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ।এ ধরনের অভিযান চলমান থাকবে। দোছড়ি বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান বলেন, পরিবেশ আইন অমান্য করে অতিথি পাখি শিকারিদের নাম ঠিকানা অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।
#####

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...