ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ২৮, ২০২৪ ৫:৪৫ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের সাবরাং ও উখিয়া জালিয়াপালং ইউনিয়নের এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর মোখা প্রজেক্টের আওতায় নির্মাণাধীন মোখায় ক্ষতিগ্রস্থ অসহায় গরীবদের জন্য ঘর, টয়লেট, হোম গার্ডেনিং নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে গিয়ে পরিদর্শন করা হয়েছে। শনিবার সকাল থেকে আগত একটি টিম উপজেলার সাবরাং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন জায়গায় কাজের এই অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় প্রত্যেকটি কাজ তারা পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন ও দিক নির্দেশনা প্রদান করেন।

একলাব-ব্র্যাক ঘূর্ণিঝড় মোখা সাড়াদান কর্মসূচী একলাবের বাস্তবায়নে এই ফান্ড সহযোগিতায় ছিলেন ব্র্যাক। আর ডিপার্টমেন্ট অব ফরেন এফ্যায়ারস এন্ড ট্রেড (ডিফাট) অর্থায়ন করেছেন বলে জানা যায়।

সরেজমিনে পরিদর্শনকালে পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুল ইসলাম, মোখা প্রজেক্টের ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, প্রজেক্ট অফিসার আজিজুল হক, সিএসও জেলা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী নুরুল আমিন সিদ্দিকী, সিএসও অর্নব কক্সবাজারের প্রধান নির্বাহী মো নুরুল আজিম, সিএসও সুজলা মহিলা সমিতির পরিচালক কামাল উদ্দিন, কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম এর স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন প্রমূখ।

এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুল ইসলাম বলেন, একলাবের মত সকলকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে তাদের সেবায় এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি আমি ডিপার্টমেন্ট অব ফরেন এফ্যায়ারস এন্ড ট্রেড (ডিফাট) ও ব্র্যাককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে বরাবরের মত প্রশাসনের সকলের আন্তরিক ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...

টেকনাফ সমুদ্রে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ-১

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপের কাছাকাছি একটি ফিশিং ট্রলার ডুবির ...

তিন ঘন্টা বন্ধ ছিল যান চলাচল কোটা সংস্কারের দাবীতে উখিয়ায় হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ

          পলাশ বড়ুয়া ও শহীদুল ইসলাম:: কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ ...

আবারও নাফনদীতে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি দু’টি ট্রলারে গুলি বর্ষণ

           জাহাঙ্গীর আলম,টেকনাফ( কক্সবাজার) সংবাদদাতা আবারও নাফনদীতে মিয়ানমারের সীমান্ত থেকে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ ...