ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৪ ৭:৪৩ পিএম , আপডেট: জানুয়ারী ২৪, ২০২৪ ৭:৫৯ পিএম

 

রতন কান্তি দে উখিয়া (কক্সবাজার) ::

হারিয়ে যাওয়ার পথে গ্রাম বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখতে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে পিঠা উৎসব সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।২৩ জানুয়ারী রাত ১০ টায় অপরূপ সৌন্দর্যমন্ডিত সুশোভিত উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সমূখস্হ নানা কারুকার্যে গড়ে তোলা সংরক্ষিত পার্কে এই অনুষ্ঠানের আয়োজন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যতিক্রমী উক্ত আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন উখিয়া টেকনাফের সদ্য নির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তার ও তার স্বামী সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি।এ সময় শুভেচ্ছা বক্তব্য তিনি বলেন সাংস্কৃতিক ও ঐতিহ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকা উখিয়াকে সকলের অংশগ্রহণের মাধ্যমে এরকম অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে। উদ্বুদ্ধকরণে বাড়াতে হবে সাংস্কৃতিক চর্চা।

আয়োজনের মুল উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন নবান্নের শুরুতে পিঠা উৎসব বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিক অংশ। বর্তমান প্রেক্ষাপটে এরকম আয়োজন অনেকটা বিলুপ্তির পথে তাই এগুলোকে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনতে হবে। আগামীতে ঐতিহ্যের চর্চার আয়োজনের দ্বারা অব্যাহত থাকবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, সহকারী কমিশনার ভূমি উখিয়া সালেহ আহমদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন,অফিসার ইনচার্জ তদন্ত নাসির উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক চেয়ারম্যান নরুল হুদা,উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম,প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মো সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন
প্রমুখ।

এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের পরিবার-পরিজন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এতে হরেক রকমের পিঠা পরিবেশন ও শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মেধু কুমার বড়ুয়া ও পোস্টমাস্টার সাংস্কৃতিক নেতৃত্ব এস এম জসিম

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগ গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...