ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ১৬, ২০২৪ ১১:০১ পিএম

শহিদুল ইসলাম।।
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫৮হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।এসময় একটি মোবাইল সেট জব্দ করা হয়।
র‌্যাব কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত হলো উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ইষ্ট এর বাসিন্দা মৃত লালুর ছেলে আব্দুল আমিন(৩০)।ধৃত আসামীকে সন্ধ্যায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার(১৬জানুয়ারী)সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্পের ই-এ ব্লকে এ অভিযান চালানো হয়।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, পলাতক আসামীর সাথে যোগসাজসে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মজুদ করত।এরপর বিভিন্ন পন্থায় রোহিঙ্গা ক্যাম্প এলাকাসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করতো। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়া চলছে।
####

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...