ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ১৩, ২০২৪ ৭:১৬ পিএম , আপডেট: জানুয়ারী ১৩, ২০২৪ ৭:৪৮ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
যেকোনও কিছুর বিনিময়ে উখিয়া-টেকনাফকে মাদকের কলঙ্কমুক্ত করা হবে। যারা মাদক কারবারিদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজিতে জড়িত তাদের নাম প্রকাশ করা হবে। এবার যেকোনও কিছুর বিনিময়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শপথ নিয়ে এসে শাহীন আক্তার দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নির্বাচনি এলাকায় মতবিনিময় ও শুকরিয়া সভায় তাঁর স্বামী সাবেক সাংসদ আব্দুর রহমান বদি উপরোক্ত কথা গুলো বলেন।

বক্তব্যে তিনি আরও বলেন,সরকারের উন্নয়নের কর্মকান্ড ধারাবাহিকতা বজায় রাখা হবে। ‘উখিয়া-টেকনাফে শিক্ষার আলোয় আলোকিত করা হবে। ইয়াবা কারবারিরা যতই শক্তিশালী হোক, তারা সরকারের চেয়ে শক্তিশালী নয়।’ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এক প্রশাসন মামলার আসামি করে আরেক প্রশাসন কোটি কোটি টাকার বিনিময়ে মামলার চার্জশীট থেকে বাদ দেয়। তাহলে কি আপনারা (প্রশাসন) মাদক বন্ধ করার জন্য সীমান্তে এসেছেন নাকি মাদক বিস্তার করার জন্য এসেছেন?’

এ সময় শাহীন আক্তার এমপি তাঁর বক্তব্যে বলেন, ‘যারা ইয়াবা ব্যবসায়ী মাদকের তালিকা থেকে বাদ যাচ্ছে তারা যেন বাদ না পড়ে সে বিষয়টি সংসদে উত্থাপন করা হবে।’তিনি সকলের সহযোগিতা কামনা করেন। দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী, উপজেলা আওয়ামীলীগের সিঃ সহ-সভাপতি আবুল কালাম,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি,পৌর কাউন্সিলরবৃন্দ প্রমুখ।

এ সময় নবনির্বাচিত এমপি শাহীন আক্তার ও আব্দুর রহমান বদিকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী,বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

পাঠকের মতামত

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ১ ডাকাত আটক

           নিজস্ব প্রতিবেদক কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশান কুতুবদিয়া খবর পেয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ...

দুই দিনে আট রোহিঙ্গা গ্রেফতার

         শহিদুল ইসলাম। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার একজন সন্দিগ্ধ আসামীকে ...

নাফনদীতে ট্রলার লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি বর্ষন

           আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার) সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদীতে যাত্রীবাহী বাংলাদেশি একটি ...