ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ১০, ২০২৪ ৫:১৪ পিএম

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া এবং ঈদগাঁও উপজেলায় স্থানীয় দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সদর দপ্তর ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ১ ইস্ট বেংগল কর্তৃক চকরিয়ায় স্থানীয় দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও বিভিন্ন জনসেবা মূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় চকরিয়ার শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ ২ পদাতিক ব্রিগেডের ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া খন্দকার।

এছাড়া ২৪ বীর এর অধিনায়ক লেঃ কর্নেল তাহসিন সালেহীন ঈদগাঁও তে শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন।

স্থানীয়রা বাংলাদেশ সেনাবহিনীর এই মানবিক কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...