কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ১ ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশান কুতুবদিয়া খবর পেয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ...
নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ ৫ মামলার পলাতক আসামী ও চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসী সৈয়দ আলম (৩৪) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সৈয়দ আলম (৩৪) ৪ নম্বর ক্যাম্পের নুর হোসেনের ছেলে।
বৃহস্পতিবার ভোরে উখিয়ার মধুরছড়ারস্থ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন।
এ ব্যাপারে ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, গোপন সংবাদে যৌথ অভিযানে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান এবং ১টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
পাঠকের মতামত