আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙ্গিখালী এলাকায় ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবেলটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঙ্গিখালী গাজীপাড়ার মৃত হাচু মিয়ার ছেলে মোঃ ইউসুফ (৫০)।
তিনি জানান, সোমবার (১ জানুয়ারী) রাতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে বিশেষ চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ রঙ্গিখালী গাজীপাড়ার ইউসুফ এর বসত বাড়ীতে সাঁড়াশি অভিযান পরিচালনা করার সময় মাদক ব্যবসায়ী দৌঁড়াইয়া পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসআই মোঃ রুবেল সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ব্যবসায়ী সংঘবদ্ধ চক্রের সদস্য মোঃ ইউসুফকে আটক করতে সক্ষম হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর রান্না ঘরের মেঝ থেকে নিজ হাতে বের করে দেওয়া মতে ৫ হাজার ৪শ পিস ইয়াবা জব্দ করেন। উদ্ধারকৃত ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আসামী মোঃ ইউসুফকে আকট করেন।তিনি আরো জানান, এ সংক্রান্তে উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠকের মতামত