ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ১, ২০২৪ ১১:২৭ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারী গ্রামের পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে ২ জন অপহরণকারী আটক এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনার মোঃ মিয়া হোছনের ছেলে আবুল হাশিম (৫০)এবং একই এলাকার মৃত নাজির হোসেনের মেয়ে ও সোনা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৪২)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,রবিবার (৩১ ডিসেম্বর) রাতে টেকনাফ থানা পুলিশের একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের উলুচামারী গ্রামের পাহাড়ে বিরতিহীন দীর্ঘ ৮ ঘন্টা সাঁড়াশি অভিযান পরিচালনা করে অপহরণের সাথে জড়িত ২ জন অপহরণকারীকে আটজ করা হয় এবং অপহরণের শিকার ভিকটিমহ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনার মৃত সুলতান আহমদের ছেলে অলি আহমদ (৫২) কে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃত আসামীদেরকে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পাঠকের মতামত

সমন্বয়ক সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

         পঞ্চগড়ের সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ...

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...