ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ১, ২০২৪ ১১:২৭ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারী গ্রামের পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে ২ জন অপহরণকারী আটক এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনার মোঃ মিয়া হোছনের ছেলে আবুল হাশিম (৫০)এবং একই এলাকার মৃত নাজির হোসেনের মেয়ে ও সোনা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৪২)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,রবিবার (৩১ ডিসেম্বর) রাতে টেকনাফ থানা পুলিশের একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের উলুচামারী গ্রামের পাহাড়ে বিরতিহীন দীর্ঘ ৮ ঘন্টা সাঁড়াশি অভিযান পরিচালনা করে অপহরণের সাথে জড়িত ২ জন অপহরণকারীকে আটজ করা হয় এবং অপহরণের শিকার ভিকটিমহ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনার মৃত সুলতান আহমদের ছেলে অলি আহমদ (৫২) কে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃত আসামীদেরকে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পাঠকের মতামত

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ১ ডাকাত আটক

           নিজস্ব প্রতিবেদক কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশান কুতুবদিয়া খবর পেয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ...

দুই দিনে আট রোহিঙ্গা গ্রেফতার

         শহিদুল ইসলাম। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার একজন সন্দিগ্ধ আসামীকে ...

নাফনদীতে ট্রলার লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি বর্ষন

           আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার) সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদীতে যাত্রীবাহী বাংলাদেশি একটি ...