মুকুল কান্তি দাশ,চকরিয়া:
গভীর রাতে বাংলাদেশ কল্যান পার্টি তথা হাতঘড়ি প্রতিকের প্রার্থী মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নির্বাচনী অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় নির্বাচনী অফিসের পাশে থাকা একটি দোকানও পুড়ে ছাই হয়ে যায়। স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের অনুসারীরা নির্বাচনী অফিসটি পুড়িয়ে দেয় বলেও অভিযোগ তুলেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
রবিবার (৩১ডিসেম্বর) রাত আড়াইটার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালীর সিএনজি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, গত কয়েকদিন আগে কৈয়ারবিল স্টেশনে হাতঘড়ি প্রতিকের একটি নির্বাচনী অফিস খোলেন এলাকার কর্মী-সমর্থকরা। রবিবার গভীর রাতে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের অনুসারীরা ওই অফিসটি আগুনে পুড়িয়ে দেয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দেও সহায়কায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের লেলিহান শিখায় হাতঘড়ি প্রতিকের নির্বাচনী অফিস ছাড়াও একটি সারের দোকান পুড়ে যায়।
তিনি আরও বলেন, নির্বাচনী অফিসে থাকার আমার পোস্টার-ব্যানারসহ নির্বাচনী সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এক প্রার্থীর নির্বাচনী অফিনে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় প্রাথীর পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারি রির্টানিং কর্মকর্তা মো.ফখরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে হাতঘড়ি প্রতিকের নির্বাচনী অফিস ও একটি ব্যবসা প্রতিষ্টান পুড়ে গেছে।তিনি আরও বলেন, ঘটনার ব্যাপারে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিচারিক হাকিমকে অবহিত করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেয়া হয়েছে।স্বতন্ত্র প্রার্থী জাফর আলম গতবার আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকা নিয়ে নির্বাচন করেন। দ্বাদশ সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে মনোনয়ন বঞ্চিত হন জাফর আলম। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতিক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে অসৌজন্যমুলক ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেন। পরে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা আওয়ামীলীগের সভাপতি – সম্পাদক জাফর আলমকে চকরিয়া উপজেলা আওয়ামীলীগেরসভাপতির পদ থেকে অব্যাহতি দেন
প্রকাশিত:
জানুয়ারী ১, ২০২৪ ৬:১৯ পিএম
পাঠকের মতামত