ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩ ৬:২৬ পিএম

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকনিকবাহি বাস ও পিকআপ(মিনিট্রাক) সাথে মুখোমুখি সংঘর্ষে চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার শ্রমিক। তারমধ্যে দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের করমুহুরী পাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান (৩৫), একই ইউনিয়নের পূর্ব বৃন্দাবিনখিলের সামাজিক পাড়ার মোজাফফরের ছেলে মহিউদ্দিন (৩৪), একই এলাকার মৃত রশিদ আহমদের ছেলে আবু বক্কর (৩০) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৩৫)। আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার অপারেশন অফিসার (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, বুধবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে একটি পিকনিক বাস কক্সবাজারের উদ্যোশে রওয়ানা দেন। পিকনিক বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার কলাতলী এলাকায় পৌছলে শ্রমিকবাহি একটি পিকআপের (মিনিট্রাক) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চার নির্মাণ শ্রমিক নিহত হন, আহত হন আরও চার শ্রমিক। তাৎক্ষনিক হতাহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গুরুতর আহত দুই শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তিনি আরও বলেন, পিকনিকবাহি বাস ও শ্রমিকবাহি পিকআপের হেলপার ও চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও হেলপারকে আটক করতে পুলিশ অভিযান চাালাচ্ছে।
এদিকে, দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) রাহাতউজ্জ জামান, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।###

 

পাঠকের মতামত

আগামীতে সেরা প্রতিষ্ঠান হবে উখিয়া কলেজ – শাহজাহান চৌধুরী

         নিজস্ব প্রতিবেদক দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ থেকে অবসরজনিত কারণে বিদায় নেওয়া চার শিক্ষককে ...

টেকনাফে একদিনেই ১০ বাংলাদেশী-রোহিঙ্গা অপহরণ

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে একদিনে ১০ বাংলাদেশি-রোহিঙ্গা অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।শনিবার (২ নভেম্বর) ...

কক্সবাজারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

           শাহেদ হোছাইন মুবিন : কক্সবাজারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে অনুষ্ঠিত ...

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

         মুকুল কান্তি দাশ,চকরিয়া নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার অভিযান অব্যাহত রেখেছে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন। ...

চকরিয়ার সাংবাদিক মোস্তফা কামালের মা মায়নুল খাতুন আর নেই

         মুকুল কান্তি দাশ,চকরিয়া কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ...