নিজস্ব প্রতিবেদক::
উখিয়ার পেশাদার সংবাদকর্মীদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উখিয়া প্রেসক্লাব, উখিয়া অনলাইন প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটি উখিয়ার গুরুত্বপূর্ণ সদস্যরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উখিয়া প্রেসক্লাবের হলরুমে কোষ্ট ফাউন্ডেশনের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক মোঃ নুরুল ইসলাম ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোঃ মোয়াজ্জেম হোসেন শাকিল এবং এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ আহসান সুমন।
একজন পেশাদার সংবাদকর্মীর বৈশিষ্ট্য বর্তমানে সাংবাদিকতার চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়, ফেইক নিউজ চেনার এবং প্রতিরোধের উপায়, ইতিবাচক সংবাদ লেখার কৌশল, আধুনিক সাংবাদিকতার বৈশিষ্ট্যসহ নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, পর্যায়ক্রমে উখিয়ার অন্যান্য পেশাদার সংবাদকর্মীদেরও সংযুক্ত করা হবে। আমরা ইতিবাচক সাংবাদিকতায় বিশ্বাস করি।
কর্মশালা পরবর্তী সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মু. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রতন কান্তি দে।
পাঠকের মতামত