কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগা পাড়া গ্রামের নুর হোসেনের ছেলে
হেলাল উদ্দিন (৩২)।গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
১৮ ডিসেম্বর(সোমবার)রাত সাড়ে ১১টার সময়
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে জনৈক আলী হোছেনের ভাঙ্গারীর দোকান এর সামনে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন টেকনাফ উপজেলার হ্নীলা বাজার এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে ভাঙ্গারী দোকানে অভিযান চালানো সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করতে সক্ষম হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী একটি প্লাষ্টিকের বস্তা থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী পলাতক আসামীদের সহিত যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী মিয়ানমার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করতো। পলাতক মাদক কারবারীদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহসহ গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
পাঠকের মতামত