ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩ ৯:৩৪ পিএম

 

প্রতিনিধি।।
কক্সবাজারের ৪টি আসনে ২২ জন প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারমধ্যে মাত্র ২ জন নারী প্রার্থী।

২২ জন প্রার্থীর মধ্যে দুই নারী প্রার্থী হলেন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তার এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় পার্টি (জাপা)’র হোসনে আরা।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তার প্রতিদ্বন্দ্বীতা করবেন জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো, বাংলাদেশ কংগ্রেসের মোঃ ইসমাইল, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোট মোহাম্মদ ওসমান গনি চৌধুরী ও ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলমের বিরুদ্ধে।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় পার্টি (জাপা)’র হোসনে আরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোহাম্মদ বেলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম ও জাফর আলমের ছেলে তানভির আহমদ সিদ্দিকী।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...