ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩ ৯:৩৪ পিএম

 

প্রতিনিধি।।
কক্সবাজারের ৪টি আসনে ২২ জন প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারমধ্যে মাত্র ২ জন নারী প্রার্থী।

২২ জন প্রার্থীর মধ্যে দুই নারী প্রার্থী হলেন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তার এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় পার্টি (জাপা)’র হোসনে আরা।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তার প্রতিদ্বন্দ্বীতা করবেন জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো, বাংলাদেশ কংগ্রেসের মোঃ ইসমাইল, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোট মোহাম্মদ ওসমান গনি চৌধুরী ও ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলমের বিরুদ্ধে।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় পার্টি (জাপা)’র হোসনে আরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোহাম্মদ বেলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম ও জাফর আলমের ছেলে তানভির আহমদ সিদ্দিকী।

পাঠকের মতামত

টেকনাফ পৌরসভার সহযোগিতায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ শুরু

           আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় ...

র‍্যাব সিপিসি-২ আড়াই বছরে ৪৫ লাখ ইয়াবা ৩৬ কেজি আইস ৭৬ টি অস্ত্র উদ্ধার

         জাহাঙ্গীর আলম টেকনাফ। কক্সবাজার র‍্যাব -১৫ সিপিসি-২ টেকনাফের হোয়াইক্যং ক্যাম্প গত আড়াই বছরের ৪৫ লাখ ...