ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩ ৯:০৯ পিএম

 

ঈদগাঁও প্রতিনিধি।

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ী এলাকায় মালবাহী কার্ভাড ভ্যানের চাপায় নুরুল ইসলাম ভুট্টো নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ সময় জমির উদ্দিন নামের আরো এক সহকর্মী গুরুতর আহত হয়েছে। নিহত নুরুল ইসলাম ভুট্টো ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী এলাকার ইসহাক আহমেদের ছেলে এবং অপরজনের বাড়িও ডুলহাজারা বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত নুরুল ইসলাম ইসলামি ব্যাংক ঈদগাঁও শাখার ফিল্ড অফিসার, অপরজন একই ব্যাংকে কর্মরত ছিলেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গাড়ী দুটি জব্দ করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
১৭ ডিসেম্বর রবিবার বিকেল এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংক কর্মকর্তাদ্বয় এলাকা থেকে ঋণের টাকা উত্তোলন করে বাইক নিয়ে মহাসড়কের এক পাশে অবস্থান করছিল, এ সময় কক্সবাজার মুখী একটি কার্ভাডভ্যান যার নং ঢাকা মেট্রো ট-১৫-২৩০৬ বাইকে থাকা দুই ব্যাংক কর্মকর্তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ডুলহাজারা মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে প্রেরণ করলে মাঝপথে নুরুল ইসলামের মৃত্যু হয় বলে জানান তাদের এক সহকর্মী বোরহান উদ্দিন।

মালুমঘাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছে জানিয়ে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছিল। মৃত্যুর সংবাদ তার দৃষ্টিগোছর হয়নি বলে জানান ওসি।

পাঠকের মতামত

টেকনাফ পৌরসভার সহযোগিতায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ শুরু

           আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় ...

র‍্যাব সিপিসি-২ আড়াই বছরে ৪৫ লাখ ইয়াবা ৩৬ কেজি আইস ৭৬ টি অস্ত্র উদ্ধার

         জাহাঙ্গীর আলম টেকনাফ। কক্সবাজার র‍্যাব -১৫ সিপিসি-২ টেকনাফের হোয়াইক্যং ক্যাম্প গত আড়াই বছরের ৪৫ লাখ ...