ঈদগাঁও প্রতিনিধি।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজার এলাকায় কক্সবাজার মুখি মোটরসাইকেলের ধাক্কায় হাজী ছৈয়দ আহমেদ সওদাগর নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মধ্যম নাপিত খালী এলাকার বাসিন্দা এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের পিতা।
এসম আহত হয়েছে মোটর সাইকেল চালক। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। ১৩ ডিসেম্বর,বুধবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত হাজী ছৈয়দ আহমেদ সওদাগর রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কক্সবাজার মুখি একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এসময় তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। একই সাথে চালকও আহত হয়। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে নিহত ছৈয়দ আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চমেকে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন বলে জানান ইসলামপুর ইউপি চেয়ারম্যান নুরুল আলম।
পাঠকের মতামত