ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩ ৭:৪৩ পিএম

কক্সবাজার প্রতিনিধি

 অর্থঋণের মামলায় সালাহউদ্দিন আহমদ এবং জনতা ব্যাংকের দায়ের করা পৃথক দুটি আপিল শুনানী আগামী ছয় সপ্তাহের মধ্যে শেষ করতে হাইকোর্টের একটি বেঞ্চে পাঠিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ। আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকালে শুনানী শেষে এ আদেশ দেওয়া হয়। ফলে অনিশ্চিয়তার মুখে পড়েছে সালাহউদ্দিন আহমদের প্রার্থিতা।

তবে সালাহউদ্দিনের দাবি, আপিল বিভাগের এ আদেশের সঙ্গে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে কোনো সম্পর্ক নেই। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইবাছাইকালে কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান।

তথ্য মতে, জনতা ব্যাংক চট্টগ্রাম লালদীঘি শাখা থেকে ‘ফিস প্রিজারভারস’ নামক ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিপরীতে সালাহউদ্দিন আহমদসহ অন্য পরিচালকগণ প্রায় অর্ধশত কোটি টাকা ঋণ নেন। যা পরবর্তীতে খেলাপি হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পরিবর্তন হলেও ব্যাংকের শর্ত অনুযায়ী সালাহউদ্দিন আহমদ এখনো সেই ঋণের একজন জামিনদার। ঋণখেলাপির অভিযোগে সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে মামলা করেন জনতা ব্যাংক। যদিও মামলার শুনানী শেষে সালাহউদ্দিনকে ঋণখেলাপি থেকে রেহাই দিয়ে আদেশ দেন আদালত। কিন্তু আদেশের কপি বাংলাদেশ ব্যাংকে সরবরাহ না করায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো’র (সিআইবি) ঋণখেলাপির তালিকায় তার নাম রয়ে যায়। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাইবাছাইকালে সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শাহিন ইমরান। রিটার্নিং কর্মকর্তার এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনারের নিকট আপিল করেন সালাহউদ্দিন। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো’র (সিআইবি) তালিকা থেকে নাম বাদ দিতে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন সালাহউদ্দিন আহমেদ। শুনানী শেষে ঋণখেলাপির তালিকা থেকে সালাহউদ্দিন আহমদের নাম বাদ দিতে বাংলাদেশকে নির্দেশ দেন আদালত।

আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করে জনতা ব্যাংক। পিটিশনং নং- সিভিল ৩৭৪১/২০২৩।

সমাজকল্যাণ মন্ত্রীর এক শতাংশ জমির মূল্য ৩৮ টাকা

অপরদিকে ব্যাংকের আবেদন বাতিল ও পূর্বের আদেশ বহাল রাখতে সালাহউদ্দিন আহমেদও একটি আপিল দায়ের করেন। যার নং সিভিল পিটিশন ৩৭৬৫/২০২৩। আজ মঙ্গলবার দুটি আপিলের শুনানী শেষে আগামী ছয় সপ্তাহের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টের একটি বেঞ্চকে নির্দেশনা দেন প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ।

জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, পৃথক দুটি আপিল আগামী ছয় সপ্তাহের মধ্যে শেষ করতে হাইকোর্টের একটি বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি নেতৃত্বে গঠিত বেঞ্চ। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন করতে পারব কি পারবো না সেটি ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশনের আদেশের ওপর নির্ভর করবে। কিন্তু তার আগেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলমের লোকজন বিভ্রান্তি ছড়াচ্ছে।

সুত্র:কালবেলা

পাঠকের মতামত

ইয়াবা’র বদৌলতে বিখ্যাত হওয়া টেকনাফের জাফর এখনও ঘুরে বেড়াচ্ছে বীরদর্পে

           সাঈদ মুহাম্মদ আনোয়ার:: ভয়ংকর ইয়াবার বিস্তার ঘটিয়ে আব্দুর রহমান বদি পেয়েছেন আন্তর্জাতিক মাদক গডফাদারের ...

চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১ লক্ষ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে ...

ভারী বর্ষণে প্লাবিত উখিয়া, রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে শিশু নিহত

         আলাউদ্দিন : ভারী বর্ষণের কারণে ফের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে নিম্নাঞ্চলের ...

ভোটের লড়াইয়ের আগে আইনি লড়াইয়ে শক্তি পরীক্ষা দুই পরিবারের

         আলাউদ্দিন, উখিয়া : উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ হয়েছে। ...

প্রত্যাহার

           “উখিয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী তোষার কারাগারে” সংবাদটি প্রত্যাহার করা হয়েছে। বাদী ...

টেকনাফে দাম্পত্য কলহে ছেলের ছুরিকাঘাতে পিতা খুন, প্ররোচনাকারী স্ত্রী আটক, ছেলে পলাতক

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের হ্নীলায় স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য কলহের ...