আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের
ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ...
নিজস্ব প্রতিনিধি।।
কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্ট থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে সৈকতের দরিয়ানগর পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা।এর আগে স্থানীয়রা সৈকতের বালিয়াড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান জানান, উদ্ধার মরদেহের শরীরে আঘাতের চিহ্ন নেই। জিন্স প্যান্ট ও কালো টিশার্ট পরিহিত ছিল। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি আমরা। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) কায়সার হামিদ জানান, মরদেহটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত