ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩ ৩:০৫ পিএম

 

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শষ্যভান্ডার খ্যাত ধনকা বিলে ধান কাটা শুরু করতে পারছেননা চাষীরা।
ফসল কাটার মাস অগ্রাহায়ন শেষ হতে চলছে,তবুও এখানে শুরু হয়নি ধান কাটা।

উপজেলার জালালাবাদ ইউনিয়নের মধ্যখানে আনুমানিক তিন সহস্রাধিক হেক্টর আয়তনের এ বিলে চাষকৃত আমন ধান এখনো পাকেনি।
কৃষকরা বলছেন, জলাবদ্ধতার কারনে গত ভাদ্র আশ্বিন মাসে আমন ধান রোপন করতে প্রায় দেড় মাস বিলম্ব হয়েছে। তাই ধান পাকার মৌসূমও পিছিয়ে গিয়েছে। গত কয়েক বছর ধরেই বর্ষায় এরকম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বিলজুড়ে।এর কারন অনুসন্ধানে বেরিয়ে এসেছে উদ্বেগজনক তথ্য।

ভূমি মালিক, কৃষক ও বর্গা চাষীরা বলছেন, গত প্রায় দুই দশক ধরে ধনকা বিল থেকে ক্রমাগত টপ সয়েল কেটে নেয়া হচ্ছে। এতে প্রতি বছর বিলের জমি নীচু হতে হতে পুরো বিল এখন প্রায় পুকুরের মত হয়ে গেছে। তাই বর্ষায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে বিলজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

ভূমি মালিক হামিদ বলেন, বিলের দক্ষিণ পাশে পানি নিস্কাশনের খাল আছে। কিন্তু এখন খালের চেয়ে বিল অন্ততঃ গড়ে পাঁচ ছয় ফুট নীচু হয়ে গেছে। ফলে ঐ খাল দিয়ে আর পানি নিস্কাশন হয়না। তাই জলাবদ্ধতা এখন বিলের নিত্যসঙ্গী। ফলে আমন ধান রোপন, উৎপাদন ও সংগ্রহ পিছিয়ে যাচ্ছে প্রতিবছর।

এলাকাবাসী জানান, প্রতি বছর আমন ধান কাটা শেষে পৌষ-মাঘ মাসে শুরু হয় ফসলী জমির ওপরের অংশ (টপ সয়েল) কাটার প্রতিযোগিতা।
কৃষক জাফর আলম বলেন, বিলজুড়ে ডজন খানেক শক্তিশালী এক্সেভেটর (ভেকু) নামিয়ে রাতদিন টপ সয়েল কাটা শুরু করে কয়েকটি সিন্ডিকেট। শতাধিক ডাম্প ট্রাকযোগে এসব মাটি সরবরাহ করা হয় বিভিন্ন ইট ভাটায়। এভাবে আবার রবি ধান রোপন পর্যন্ত দেড় দুই মাস দরে চলে ভয়াবহ এ টপ সয়েল কাটা।

স্হানীয়রা বলেন, ধনকা বিলের দুইটি ইট ভাটা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার আরো অন্ততঃ দশটি ইট ভাটা ধনকা বিল থেকে মাটি সংগ্রহ করে৷
এর ফলে বিলের দো ফসলী উর্বর জমিগুলো নীচু হতে হতে এখন কোমর সমান গভীরতার জলাভূমিতে পরিণত হয়েছে।

তাই প্রতি বছর আমন মৌসূম পিছিয়ে যায়। এর ধারাবাহিকতায় এ বছর এখনো ধানকাটা শুরু করতে পারেননি কৃষকরা। জমির উপরের উর্বর অংশ কেটে নেয়ায় একই সাথে কমছে ধান উৎপাদন।

এলাকার সচেতন মহল বলেন, এভাবে টপ সয়েল কাটা বন্ধ না হলে শষ্য ভান্ডার খ্যাত ধনকা বিল বিরান ও পরিত্যক্ত জলাভূমিতে পরিণত হতে বেশী দেরী লাগবেনা৷ এমনটি হলে এলাকায় খাদ্য সংকট দেখা দেবে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বলেন, ফসলী জমি থেকে কেউ টপ সয়েল কাটলে আইনগত ব্যাবস্হা নেয়া হবে।

পাঠকের মতামত

  • স্বপদে বহাল থাকতে রামু জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তোড়জোড়, শিক্ষার্থীদের বিক্ষোভ
  • খুটাখালীতে যুবদলের কর্মী সভায় বক্তারা- ১৭ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি
  • টেকনাফের সাবরাংয়ে পুলিশের অভিযানে ৩২ হাজার ইয়াবা উদ্ধার, ট্রাক ড্রাইভার ও হেলাপার
  • রামুতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ২৩ হাজার কিশোরীকে দেয়া হবে এইচপিভি টিকা
  • জীবিত মেহের আলীর নামে ইউপি চেয়ারম্যানের মৃত্যু সনদ!
  • টেকনাফে ৭ বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত ব্যক্তি গ্রেফতার
  • রামুতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
  • ঈদগাঁওতে বন্যহাতির রহস্যজনক মৃত্যু
  • চলে গেলেন পঞ্চগড়ের সাংবাদিক সাইফুল আলম বাবু
  • চকরিয়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা
  • স্বপদে বহাল থাকতে রামু জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তোড়জোড়, শিক্ষার্থীদের বিক্ষোভ

              প্রতিবেদক, রামু কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের ...

    খুটাখালীতে যুবদলের কর্মী সভায় বক্তারা- ১৭ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি

             সেলিম উদ্দীন, ঈদগাঁও দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কক্সবাজারের ...

    টেকনাফের সাবরাংয়ে পুলিশের অভিযানে ৩২ হাজার ইয়াবা উদ্ধার, ট্রাক ড্রাইভার ও হেলাপার

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে একটি বিশেষ অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবা ...

    রামুতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ২৩ হাজার কিশোরীকে দেয়া হবে এইচপিভি টিকা

             প্রতিবেদক, রামু জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধযোগ্য একটি রোগ। দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এই ...

    জীবিত মেহের আলীর নামে ইউপি চেয়ারম্যানের মৃত্যু সনদ!

             প্রতিবেদক, রামু কক্সবাজারের রামুতে টাকার বিনিময়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যু সনদপত্র দেওয়ার অভিযোগ উঠেছে ...

    টেকনাফে ৭ বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত ব্যক্তি গ্রেফতার

             স্টাফ রিপোর্টার।কক্সবাজারের টেকনাফে পলাতক ৭ বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত ব্যক্তি সাব্বির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার ...