জাহাঙ্গীর আলম,টেকনাফ।
কক্সবাজারের টেকনাফের জেটিঘাট থেকে নৌরুটে পর্যটক নিয়ে সেন্টমার্টিন যাওয়ার সময় গ্রীন লাইন নামের একটি পর্যটকবাহী জাহাজ সাগরে মাঝপথে লাল চড়ে আটকে যায়।দেড় ঘন্টা পর আটকা পড়া পর্যটক উদ্ধার করলো কোস্ট গার্ড।
রবিবার ( ১০ ডিসেম্বর) সকাল বেলা সাড়ে ১১ টার দিকে সেন্টমার্টিন যাওয়ার সাগরে মাঝ পথে লাল চড়ে গ্রীন লাইন নামের জাহাজটি যাত্রী সহ আটকে পড়েন।বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ(নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ) এর ট্রাফিক সুপারভাইজার মোঃ জহির উদ্দিন ভূঁইয়া।
তিনি বলেন,গ্রীন লাইন নামের একটি পর্যটকবাহী জাহাজ ৫৪ জন পর্যটক নিয়ে সকালে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্য টেকনাফ জেটিঘাট থেকে রওনা করেন।হঠাৎ মিয়ানমারের কাছাকাছি সাগরে লাল চড়ে জাহাজটি আটক যায়।পরে এ ঘটনারা খবর পেয়ে কোস্ট গার্ড কে অবগত করা হয়।পরবর্তীতে কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা পর আটকা পড়া পর্যটকদের উদ্ধার করে তাদের বড় স্পিডবোট যোগে সেন্টমার্টিন নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন,কিছু পর্যটক অসুস্থ হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।তবে এ ঘটনাটি জাহাজের চালকের অদক্ষতার কারনে ঘটনাটি ঘটেছে।এবং এ জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানায়।
টেকনাফ উপজেলার নিবার্হী কর্মকর্তা( ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন,জাহাজের চালকের অদক্ষতার কারনে সেন্টমার্টিন যাওয়ার সময় জাহাজটি পর্যটক সহ সাগরে লাল চড়ে আটকে পড়ে।পরে কোস্ট গার্ডের সহায়তায় আটকা পড়া পর্যটকদের উদ্ধার করা হয়। এবং সবাইকে এখন নিরাপদে আছেন।
পাঠকের মতামত