ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩ ৫:৩১ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
“নিরাপদ মাতৃত্ব,পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঈীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজনে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে হেল্থ ও জেন্ডার সাপোর্ট প্রজেক্ট(পিএইচডি) ফিল্ড কো-অর্ডিনেটর শামিমা আরার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পরিবার পরিকল্পনা এবং বাল্যবিবাহ, নিরাপদ মাতৃত্ব ও জনসংখ্যা বিস্ফোরণ বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিববার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাহেরা আকতার মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকেরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডা. রিয়াদ মোহাম্মদ সাঈদ চৌধুরী,উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোরশেদ আলম,
উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস,উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রমজান আলী, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুন ও সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের পরিসংখ্যানবিদ ও অফিস সহকারী জিয়াউল হক ও মোঃ হারুনুর রশীদ কুতুবী। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বাস্থ্য পঃপঃ কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার,এফডব্লিউ ভি,মাঠ মাঠকর্মী ও এফ ডব্লিউ।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাহেরা আক্তার মিলি বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। গবেষকদের মতে এই সাফল্যের মূল কারণ নারী শিক্ষা, সফল টিকাদান কর্মসূচি এবং পরিবার পরিকল্পনা। আর এই সাফল্য ধরে রাখতে সকলকে স্ব-স্ব স্থান থেকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। এছাড়াও আগামী ৯-১৪ ডিসেম্বর এই পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে গৃহিত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল, পরিবার পরিকল্পনা সভা, স্বাভাবিক প্রসব সেবা, জরুরী প্রসূতি সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...

টেকনাফ সমুদ্রে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ-১

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপের কাছাকাছি একটি ফিশিং ট্রলার ডুবির ...

তিন ঘন্টা বন্ধ ছিল যান চলাচল কোটা সংস্কারের দাবীতে উখিয়ায় হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ

          পলাশ বড়ুয়া ও শহীদুল ইসলাম:: কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ ...

আবারও নাফনদীতে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি দু’টি ট্রলারে গুলি বর্ষণ

           জাহাঙ্গীর আলম,টেকনাফ( কক্সবাজার) সংবাদদাতা আবারও নাফনদীতে মিয়ানমারের সীমান্ত থেকে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ ...