আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (৬ ডিসেম্বর) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (৫ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজমপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বাড়ীতে তল্লাশি চালিয়ে প্যাকেট করার সময় ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।
আটককৃত যুবক হলেন, চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামের বাসিন্দা মোঃ রবিউল হাসান (২০)।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত যুবককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
পাঠকের মতামত