কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের সৈকত থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
তিনি বলেন, নিহতরা পর্যটক কিনা, পর্যটক হলে তারা কোন হোটেলে উঠেছিলেন, গভীর সমুদ্রে তারা কেন গিয়েছিলেন সেটি জানার চেষ্টা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বলেন, রোববার সাড়ে ১০টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে সমুদ্রে গোসল করতে আসা পর্যটকদের মাধ্যমে তারা লাশ ভেসে আসার খবর পান। পরে গভীর সমুদ্র থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নারী-পুরুষ দুজনের আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বলে ধারণা পুলিশের।
তিনি বলেন, নিহতদের শরীরে কোনো দাগ বা ক্ষত নেই। মরদেহগুলো উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পাঠকের মতামত