ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ ১:১৬ পিএম , আপডেট: ডিসেম্বর ২, ২০২৩ ১:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক::
ওয়ার্ল্ড পিস ইথিক্স ক্লাবের সহায়তায় বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা-বাংলাদেশ এর উদ্যোগে শিশু ও যুবদের মাঝে বই ও ডায়েরী বিতরণ করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে ২৬জন শিক্ষার্থীদের মাঝে ‘সকলের জন্য শান্তি নীতি’ শীর্ষক বই, দিনলিপি ও সিলেবাস বিতরণ করা হয়।

জানা গেছে, দ্যা ওয়ার্ল্ড পিস ইথিক্স ক্লাব, থাইল্যান্ড কর্তৃক ২০০৮ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। বর্তমানে পৃথিবীর ৮টি ভাষায় বুকলেটটি অনুদিত হয়েছে।

আগামী ২৫ ডিসেম্বর বিকেল ৩ টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারি ২০২৪ সালে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে।

সংগঠনটির উখিয়া শাখার আহবায়ক রূপন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান অরবিন্দু বড়ুয়া, অধ্যাপক রনজিত বড়ুয়া, শিক্ষক মিলন বড়ুয়া, শিক্ষক দীনেশ বড়ুয়া, শিক্ষিকা মৌসুমী বড়ুয়া, সাংবাদিক পলাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়া।

শিক্ষার্থীদের মাঝে অভিমত ব্যক্ত করেন অনন্যা বড়ুয়া ও প্রত্যাশা বড়ুয়া।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ পরীক্ষা ২৫ ডিসেম্বর

টেকনাফ পৌরসভার সহযোগিতায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ শুরু

           আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় ...

র‍্যাব সিপিসি-২ আড়াই বছরে ৪৫ লাখ ইয়াবা ৩৬ কেজি আইস ৭৬ টি অস্ত্র উদ্ধার

         জাহাঙ্গীর আলম টেকনাফ। কক্সবাজার র‍্যাব -১৫ সিপিসি-২ টেকনাফের হোয়াইক্যং ক্যাম্প গত আড়াই বছরের ৪৫ লাখ ...