বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক এলাকায় বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে। এসময় কাউকে আটক করতে পারেনি।
উদ্ধারকৃত সিগারেট মূল্য ২১লাখ ৬ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম মোড় নামক স্থান থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্রান্ডের বার্মিজ সিগারেট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪-বিজিবির অধিনায়ক কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। উদ্ধারকৃত মালামাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেও বলে জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত